সারা দেশে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। অন্যান্য দিনের চেয়ে রাস্তায় মানুষের চলাচল কম।
ফাঁকা সড়কে হঠাৎ হঠাৎ দুই একটি ব্যক্তিগত গাড়ি দেখা গেছে। তবে, পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার আওতায় থাকা যানবাহন চলাচল করছে। লকডাউনের কারণে সকাল থেকেই কোনো দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা।গণপরিবহন বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককে হেঁটে বা রিকশায় গন্তব্যে রওনা দিতে দেখা যায়।
রাজধানী ছাড়াও বিভাগীয় ও জেলা শহরে বিভিন্ন সড়কে রয়েছে পুলিশের চেকপোস্ট। বিধিনিষেধ কার্যকরে টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। সারাদিন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।