ঢাকারবিবার , ৫ জুন ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লাগা বিএম ডিপো দেশি- বিদেশি যৌথ বিনিয়োগে গড়ে তোলা

নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লাগা বিএম ডিপো দেশি- বিদেশি যৌথ বিনিয়োগে গড়ে তোলা একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো- আইসিডি। এতে বিনিয়োগ আছে নেদারল্যান্ডসের একটি কোম্পানির। দেশটির নাগরিক ব্রেট প্রংক এই ডিপোর চেয়ারম্যান। আর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন চট্টগ্রামভিত্তিক স্মার্ট গ্রুপের কর্ণধার মোস্তাফিজুর রহমান।

২০১১ সালে এই ডিপোটি উদ্বোধন করা হয়৷ এতে বিনিয়োগ করা হয় ৩০০ কোটি টাকা। এটি দেশের দ্বিতীয় বড় অফ ডক। এর ধারণ ক্ষমতা প্রায় দশ হাজার টিউস।

সাধারণত বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনা দেশি কোম্পানির চেয়ে উন্নত হয়। দেশের উদ্যোক্তারা নিরাপত্তায় তেমন গুরুত্ব না দিলেও বিদেশি কোম্পানির কাছে তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থাপনাগত দুর্বলতার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এদিকে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দায়িত্বরতদের অবহেলা রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় মনিটরিং টিমের অবহেলা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেয়া হবে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বিস্ফোরণের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তাদের তিন দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রতিবেদন আসার পর আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করব, যাতে এনবিআর সদস্যরাও থাকবেন।

বিপুল পরিমাণ ঝুঁকিপূর্ণ রাসায়নিকের কন্টেইনার থাকলেও ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীকে তা না জানানোর অভিযোগ উঠেছে। এ কারণে আগুন নেভাতে গিয়ে অনেক ফায়ার ফাইটার ও পুলিশ সদস্য হতাহত হয়েছেন।

সরকারি ও বেসরকারি অর্থাৎ সব ধরনের আইসিডি অত্যন্ত স্পর্শকাতর স্থাপনা। সিসি ক্যামেরার মাধ্যমে এগুলো ২৪ ঘণ্টা নজরদারি করা হয়। সুতরাং আগুন লাগলে নিরাপত্তা কর্মীদের তা দ্রুত টের পাওয়ার কথা। সেদিক থেকে ধারণা করা যায়, এখানে নজরদারিতেও ঘাটতি ছিল। নিরাপত্তা সরঞ্জামের ঘাটতিও থাকতে পারে বলে জানান নৌপ্রতিমন্ত্রী।
এই আগুনের আর্থিক ক্ষতিও অনেক। ২০ ফুটের প্রায় ১০ হাজার কন্টেইনার ধারণা ক্ষমতা বিএম ডিপোর। তৈরি পোশাকসহ নানা ধরনের পণ্য ছিল এসব কন্টেইনারে।
এই ডিপোতে শনিবার রাতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে এসেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা। বিবিসি, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, রয়টার্স, আরটি, এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যম গুরুত্বসহকারে প্রতিবেদনটি প্রকাশ করছে।
এ ঘটনায় বিবিসি তাদের মূল প্রচ্ছদে রেখেছে সীতাকুণ্ড আগুনের ঘটনা। কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার রাতে চট্টগ্রাম বন্দরনগরী থেকে ৪০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুন লাগে। সেখানে এক বিস্ফোরণের পর একাধিক কন্টেইনার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নিরাপত্তা বিধির যথাযথ প্রয়োগের কারণে বাংলাদেশে প্রায় সময় অগ্নিকাণ্ড ঘটে। ২০২১ সালের জুলাই মাসে রাজধানী ঢাকার বাইরে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় আগুন লেগে ৫৪ জন প্রাণ হারান।

এপি বলছে, শিল্প বিপর্যয়ের ইতিহাস রয়েছে বাংলাদশে, এরমধ্যে অন্যতম হলো কারখানায় আগুন লাগার পর শ্রমিকদের ভিতরে আটকে পড়ে থাকা। বছরের পর বছর ধরে এই মারাত্মক ঘটনার জন্য দুর্নীতি ও শিথিল বিধি প্রয়োগকে দায়ি করেছেন পর্যবেক্ষকরা। গার্মেন্টস শিল্পে শীর্ষে আছে বাংলাদেশ। এই শিল্পে ব্যাপক সংস্কারের পর আগের চেয়ে উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য খাতে একই ধরনের পরিবর্তন না আনতে পারলে দুর্ঘটনা ঘটতে থাকবে।

এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যমও একইভাবে গুরুত্ব দিয়ে সীতাকুণ্ড আগুনের খবর প্রকাশ করেছে। প্রতিবেশী দেশ ভারতের নানা গণমাধ্যমে নানা আঙ্গিকে তুলে ধরা হয়েছে এই ঘটনা।

এদিকে দীর্ঘচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমিশিম খাচ্ছে দমকল বাহিনী। হতাহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।