আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই। তবে ভোট সুষ্ঠু হতে হবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার আগারগাঁওয়ের কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এসময়, আগের চেয়ে নির্বাচন স্বচ্ছ হবে বলে তাকে আশ্বস্ত করেন সিইসি।
বুধবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় এক ঘণ্টা বৈঠক করেন দুজন।আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
পরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, কারো জয়-পরাজয়ে যুক্তরাষ্ট্রের কিছু আসে যায় না। বাংলাদেশের জনগণ সরকার নির্বাচন করবে, এটাই চাওয়া।তিনি বলেন, নির্বাচনি প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণকেও ভূমিকা রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্রাচনে কে জয় পেল তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই। বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে।
তিনি আরো বলেন, পুরো নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, সরকার, রাজনৈতিক দল, এনজিও, গণমাধ্যম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের ভূমিকা রয়েছে।
পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, জাতীয় নির্বাচনে সব কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা। এসময় স্বচ্ছ ভোটেরও আশ্বাস দেন তিনি। বলেন, সংলাপের মধ্য দিয়েই বেরিয়ে আসবে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের পথ। সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার।