নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ব বক্তব্যে কর্মসূচির কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ পুলিশের গুলিতে শাওন (২০) নামে এক যুবদল কর্মী নিহত হন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।