জাতীয় পার্টির সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গার অব্যাহতিকে কেন্দ্র করে উত্তপ্ত রংপুর। বুধবার রাতে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রাঙ্গার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি কুশপুত্তলিকা দাহ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত রংপুর নগরীর জাহাজ কোম্পানী মোড়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশ পুত্তলিকা পোড়ানোর খবর পেয়ে রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির নেতাকর্মীরা জাহাজ কোম্পানী মোড়ে ছুটে আসেন।
পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের মারপিট ও ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়। জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানোসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। প্রেসক্লাবের সামনে মশিউর রহমান রাঙ্গারও কুশপুত্তলিকা পোড়ানো হয়।
এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বুধবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রেক্ষিতে রাঙ্গা রংপুরে জিএম কাদেরকে রাজনীতি করতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। এই খবর রংপুরে ছড়িয়ে পড়লে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে এসে দাঁড়ায়।