আওয়ামী লীগের হাতে এখন একটাই অস্ত্র আছে, তা হলো ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা দখলে রাখা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ধোলাইখালে আয়োজিত ঢাকা জোন-৬ এর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাতে এখন একটাই অস্ত্র আছে। আর তা হলো ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা দখলে রাখা। বিএনপি এখন ভয়ের ঊর্ধ্বে। এখন আর মৃত্যু ভয় নেই। যেদিন শেখ হাসিনার পতন হবে, সেদিন ঘরে ফিরবো আমরা। এখন জীবনের চিন্তা করে না বিএনপির নেতাকর্মীরা।’
পুলিশের সমালোচনা করে তিনি বলেন, ‘পুলিশের নামে এই বাহিনী এখন আওয়ামী পুলিশ বাহিনীতে পরিণত হয়েছে। বিরোধী মতে ওপর তাদের নির্বিচার, গুলিবর্ষণ, দমন পীড়ন কর্মকান্ডের ওপর আন্তর্জাতিকভাবে নজর রাখা হচ্ছে।’ পুলিশকে আওয়ামী পুলিশ অভিহিত করে তাদের বিচার করা হবে বলেও হুশিয়ার করেন এই নেতা।
বিএনপির এই নেতা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘যেকোন সময় আওয়ামী লীগ পালিয়ে যাবে। কিন্তু আপনারা কোথায় যাবেন।’
যেকোন সময় আওয়ামী লীগের মৃত্যু সংবাদ আসবে মন্তব্য করে তিনি বলেন, ‘এবার রাস্তায় নেমেছি ঘরে ফিরে যেতে নয়, পরিবারকে বলে এসেছি আমাদের জীবন নিয়ে আর চিন্তা না করতে।’
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলামসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।