নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পুলিশের বাধার মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। রবিবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে নগর বিএনপি। দলীয় কার্যালয় নসিমন ভবনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
এসময় শ্লোগান দেয়াকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েন নগর বিএনপির কর্মীরা। আহত হন তিনজন। পরে পরিস্থিতি শান্ত হলে সমাবেশে বক্তারা বলেন, হামলা করে, মামলা দিয়ে বিএনপিকে মাঠ ছাড়া করা যাবে না। মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ অন্যরা উপস্থিত ছিলেন এসময়।
বরিশালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে উত্তর জেলা বিএনপি। এসময় তুচ্ছ ঘটনার জেরে দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সমঝোতা হয়। তবে কি কারণে এ ধরণের পরিস্থিতি তৈরি হলো সে বিষয়ে কথা বলেননি কেউ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, হামলা করে সরকার পতন আন্দোলন ঠেকানো যাবে না।
রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।
পুলিশের বাঁধায় খাগড়াছড়িতে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে বিএনপি। আদালত সড়কে পুলিশের বাঁধার মুখে পড়ে বিক্ষোভ মিছিল। সেখানে সমাবেশে বক্তারা বলেন, জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতা ধরে রাখতে সারাদেশে পুলিশ ও সন্ত্রাসী বাহিনীকে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর লেলিয়ে দিয়েছে।
লালমনিরহাটে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সরকার পতন আন্দোলনে নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি।
নাটোরে দলের অস্থায়ী কার্যালয়ে সমাবেশে বক্তারা বলেন, গুলি ও হামলার মধ্যে বিএনপির আন্দোলন আরো বেগবান হবে। রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।
ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন হয়। গাইবান্ধায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে হয় প্রতিবাদ সমাবেশ। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করে জেলা বিএনপি।
টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা। এছাড়া বরগুনা, কুড়িগ্রাম, দিনাজপুর, নোয়াখালিসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।