ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী ছাত্রলীগ সভাপতি রানার দায় নেবে না শিবির

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিতর্কিত রাজশাহীর জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানাকে শিবির কর্মী হিসেবে প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক ইমরুল কায়েস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য জানায় শিবির।

যৌথ এই প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি হাফেজ খাইরুল ইসলাম ও সেক্রেটারি ডা. উসামাহ রাইয়ান বলেন, সরকার দলীয় কোনো ব্যক্তির অপকর্ম সামনে আসলেই তাদের অপকর্মকে আড়াল করতে এক শ্রেণির দলকানা গণমাধ্যম ও সংবাদপত্র ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচার শুরু করে। যার আরেকটি একটি নমুনা রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার ঘৃণ্য অপকর্ম আড়াল করার নিকৃষ্ট অপচেষ্টা।

তারা আরও বলেন, সাকিবুল ইসলাম রানার সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্কও কোনো কালে ছিলো না। এরপরও মাদক, প্রতারণা ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছাত্রলীগ নেতাকে শিবির কর্মী সাজানো বিকৃত মস্তিস্কের উদ্ভট আবিষ্কার ছাড়া কিছু নয়।

জনগণকে বোকা ভাবা চরম বোকামি মন্তব্য করে শিবিরের এই দুই নেতা বলেন, ছাত্রশিবিরকে জড়িয়ে নিউজগুলো জনগণ বিশ্বাস করাতো দূরের কথা উল্টো সন্ত্রাসী ছাত্রলীগকে মদদদাতা হিসেবে এসব গণমাধ্যমকে ধিক্কার জানিয়েছে যার প্রমাণ রয়েছে নিউজগুলোর কমেন্টে। ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন যার সাক্ষী এদেশের জনগণ। আমরা আশা করি, ছাত্রশিবিরের নামে অপপ্রচারকারী গণমাধ্যম ও সংবাদপত্রগুলো সাংবাদিকতা পেশার প্রতি সম্মান জানিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।