রাঙামাটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার দায়ে ছয় সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার।
১৪ সেপ্টেম্বর (বুধবার) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ফজলে এলাহী, ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের বর্তমান সভাপতি প্রান্ত রনি এবং ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি অনির্বান শাহরিয়ার সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
অপরদিকে একই আইনের অপর একটি মামলায় একমাস ধরে কারাগারে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। বারবার আবেদন করা সত্ত্বেও তাকে জামিন দেয়া হচ্ছে না।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কাজী রাকিব হোসাইন এক বিবৃতিতে ছাত্র নেতৃত্ব, সংবাদকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে এই সমস্ত হয়রানিমূলক আইনি পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুন প্রয়োগ করে জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আটকে রাখা যাবে না। বাংলাদেশের জনগণ এ আইন ও তার নির্মাতাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে একটি নিপীড়নের অস্ত্র হিসেবেই তৈরি করা হয়েছে। শুরু থেকেই ছাত্র ইউনিয়ন এই নির্যাতনমূলক আইনের পূর্ণ বিলুপ্তি দাবি করে আসছে। আমরা দেখছি এই আইন ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক ভিন্নমত দমনে, ব্যবহৃত হচ্ছে প্রতিহিংসার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রের গণতান্ত্রিক পরিসরকে ক্রমাগত সঙ্কুচিত করার কাজে। তারই ধারাবাহিকতায় ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংবাদকর্মী ও শিক্ষার্থীদের হয়রানির করতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।