ঢাকামঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গণফোরাম থেকে ড. কামালকে অব্যাহতি, মিজানুর বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোস্তফা মহসিন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে দলের প্রধান উপদেষ্টার পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্যপদসহ সব ধরণের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তাদের অব্যাহতি এবং বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। মোস্তফা মহসিন মন্টু নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরি এসব কথা জানান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু এবং গণফোরামের নির্বাহী সভাপতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণফোরামের (মোকাব্বির খাঁন) কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে ড. কামাল হোসেনকে সভাপতি ও ডা. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।