ঢাকাশুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শাওন হত্যার প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষণে যুবদল নেতা শফিকুল ইসলাম শাওনকে হত্যা এবং নেতাকর্মীদের আহত হওয়ার প্রতিবাদে আজ শুক্রবার সকালে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। সকাল ১১টায় জেলা যুবদলের নেতাকর্মীরা জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।

জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান,আনোয়ারুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবু, আলম হোসেন, প্রচার সম্পাদক কাজল আহমেদ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যতই হামলা, মামলা, আর বাঁধা আসুক না কেন অবৈধ সরকারের কোনো বাধাই যুবদল ও জনগণ আর মানবে না। এখন সময় এসেছে আঘাত করলে পাল্টা আঘাত হবে। তাই যে কোনো সময় যে কোনো মূর্হুতে সরকার পতন আন্দোলনে যুবদলসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।