ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন না ক্ষোদ কাতারবাসী।

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২২ ২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন না ক্ষোদ কাতারবাসী। তবে সেটা মাঠে নয় টিভিতে। শুধু কাতারের জনগন নয় গ্রেটেস্ট শো অন আর্থ চলাকালীন কেউ আয়োজক দেশটিতে অবস্থান করলে হোটেলের লবি কিংবা রেস্টুরেন্ট গুলোতে বসে টেলিভিশনে খেলা দেখার সুযোগ হারাবেন। এমন ভীতিকর তথ্য উঠে এসেছে ডেইলি মেইলের অনুসন্ধানী রিপোর্টে। কিভবে এমন বিড়ম্বনার শিকার হতে হবে ফুটবল প্রেমীদের? জানবো রিপোর্টে।

ফুটবল ইতিহাসের ব্যয়বহুলতম বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় কাতার। প্রথমবারের মতো সাক্ষী হতে চলেছে মুসলিম বিশ্বের কোনো দেশ। বাজেট ছাড়িয়েছে ২২ লাখ কোটি টাকায়। ২০১৬ ব্রাজিল বিশ্বকাপের যা প্রায় বিশ গুনেরও বেশি। তবে গ্রেটেস্ট শো অন আর্থ থেকে খুব বেশি আয়ের স্বপ্ন দেখতে পারছে না মধ্যপ্রাচ্যের দেশটি। লাভ হতে পারে এক লাখ কোটি টাকারও কম।বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন না ক্ষোদ কাতারবাসী।

তারপরও বিশ্বকাপ চলাকালীন কাতারে সবকিছুর দাম হবে আকাশচুম্বী। হোটেল কিংবা বাসা ভাড়া সোনার হরিণ। ভাড়া হয়ে গেছে প্রায় সব হোটেল, মোটেল। এ মুহুর্তে কেউ ভাড়া নিতে চাইলে প্রতিরাতের জন্য গুনতে হবে সর্বনিম্ন ১৭৪ ডলার বা প্রায় বিশ হাজার টাকা। এই পরিমান টাকায় রাত্রি যাপন করেও বিপাকে পড়তে হবে দর্শনার্থীদের। খেলা দেখতে চাইলে স্টেডিয়াম ছাড়া বিকল্প নেই। কেননা অধিকাংশ হোটেল, কিংবা রোসোর্টের টেলিভিশনে দেখা যাবে না বিশ্বকাপ।

মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ দেশের বিশ্বকাপ ব্রডকাস্ট স্বত্ব কাতারি চ্যানেল বিএন স্পোর্টস কিনে নিয়েছে। কাতারে শুধু বিএন স্পোর্টস চ্যানেলটিতেই দেখা যাবে খেলা। টেলিভিশনে খেলা দেখাতে একেকটি হোটেল, রিজোর্ট গুলোকে গুনতে হবে ২৪ হাজার ডলার বা প্রায় ২৪ লাখ টাকার বেশি। অধিকাংশ হোটেল, মোটেল গুলো চওড়া দামে খেলা দেখানোর বিপক্ষে থাকায় বিপাকে পড়তে হবে দর্শনার্থীদের।

খেলা দেখানোয় ব্যবসার ক্ষেত্রে কোন ছাড় দিতে রাজী নয় বিইন স্পোর্ট। তাই হোটেল মোটেল গুলোর অনুরোধে সাড়া দেয়নি কাতারের এই খেলাধূল বিষয়ক চ্যানেলটি।

তবে যে সকল হোটেলের ভাড়া চারশো ডলার বা চল্লিশ হাজার টাকার বেশি তারা মাঠ ছাড়াও হোটেলের টেলিভিশনে আরাম করো দেখতে পারবেন ম্যাচ।

বিশ্বকাপ চলাকালীন প্রায় তিন মিলিয়ন বা ত্রিশ লাখ দর্শনার্থী কাতার ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে এর বিশ শতাংশ ধনী ফুটবল প্রেমীরা টেলিভিশনে দেখার সুযোগ পাবেন। বাকি আশি শতাংশ অর্থাৎ প্রায় ২৪ লাখ দর্শনার্থীদের হয় মাঠে গিয়ে খেলা দেখতে হবে অথবা বিভিন্ন পার্ক কিংবা ফ্যান জোনে গিয়ে উপভোগ করতে হবে বিশ্বকাপ ম্যাচ।বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন না ক্ষোদ কাতারবাসী।

শুধু তাই নয় হায়া কার্ডধারীরা ফ্রি পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা পেলেও ব্যক্তিগত ভাবে টেক্সিক্যাব কিংবা গাড়ি ভাড়ার ক্ষেত্রে গুনতে হবে নিয়মিত ভাড়ার প্রায় দ্বিগুণ।

মদ বিক্রির লাইসেন্স পেয়েছে বিশটি বিলাশবহুল হোটেল। যেখানে সকাল দশটা থেকে রাত তিনটা পর্যন্ত অ্যালকোহল পান করতে পারবেন কাতার ভ্রমণকারীরা। সেখানেও মোটা অঙ্গ গুনতে হবে। লিটার প্রতি গড়ে ১২ ডলার হবে বিয়ারের মূল্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।