ঢাকাশনিবার , ৩ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নকআউট পর্বের প্রথম ম্যাচ : ২-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

চলমান কাতার বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছে নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। শেষ ষোলোর লড়াইয়ে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধেই মার্কিনীদের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ডাচরা। গোল দুটি করেছেন মেমপিস ডিপে এবং ড্যালি ব্লিন্ড। যুক্তরাষ্ট্র দু-একটি আক্রমণ করলেও সেগুলো গোল করার মত যথেষ্ট ছিল না।

ম্যাচ শুরুর ১০ মিনিটে প্রথম গোলটি করেন মেম্ফিস ডিপায়ে। আর প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোলটি করেন ডেলি ব্লাইন্ড। এ সময় ডানদিকে থ্রো-ইন পায় তারা। সেখান থেকে সতীর্থের পা ঘুরে বল পান ডেনজেল ​​ডামফ্রিজ। তিনি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ব্লাইন্ডকে। তিনি ডান পায়ের শটে বল জালে পাঠান।

নেদারল্যান্ডসের শুরুর একাদশ: অ্যান্ড্রিস নপারট, ভার্জিল ফন দাইক, নাথান আক, জুরিন টিম্বার, ফ্রেঙ্কি ডি জং, মার্টেন ডি রুন, ডেভি ক্লাসেন, ডেলি ব্লাইন্ড, ডেনজেল ​​ডামফ্রিজ, মেমফিস ডিপাইয়ে ও কোডি গ্যাকপো।

যুক্তরাষ্ট্রের শুরুর একাদশ: ম্যাট টার্নার, টিম রেম, ওয়াকার জিমারম্যান, অ্যান্টোনি রবিনসন, সার্জিনো ডেস্ট, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি, ইউনুস মুসাহ, জেসুস ফেরেরা, ক্রিশ্চিয়ান পুলিসিক ও টিমোথি উইয়াহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।