যে নামেই হোক নিরপেক্ষ সরকার চায় বিএনপি। এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানান, মানুষের ভোটাধিকার রক্ষায় দলীয় সরকারের অধীনে ভোটে যাবে না তার দল।
বুধবার (২১ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আয়োজিত সেমিনারে বিএনপি মহাসচিব বলেন, নিদর্লীয় সরকার প্রতিষ্ঠায় আন্দোলনই একমাত্র পথ।
সেমিনারে রাজনীতিক, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, পঞ্চদশ সংশোধনীর মধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার কারণেই দেশে রাজনৈতিক সংকট হচ্ছে।
শঙ্কা দেখা দিয়েছে সংঘাত-সহিংসতার। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে দায়ী করেন অনেক বক্তা।
এটিএম/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।