ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ ডিএমপি’র

অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করার পরিকল্পনা করছে বিএনপি।
তবে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চায় বিএনপি রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজন করুক।

আজ বুধবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

এ প্রসঙ্গে ফারুক হোসেন বলেন, ‘সমাবেশের জন্য মোট নয়টি রাজনৈতিক দল আবেদন করেছে ডিএমপির কাছে।
সব দলই প্রায় কাছাকাছি স্থানে সমাবেশের আয়োজন করতে চায়।
এতে করে জনভোগান্তি বাড়বে। ফলে, সবাইকে এক স্থানে সমাবেশ করতে দেওয়াটা ঝামেলার।’

ডিসি ফারুক হোসেন বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে আলোচনা তোলা হয়েছে বিএনপি যেন রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজন করে।
এসব নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হয়নি কিছু। রাত ১০টার মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে।’

অন্যদিকে, ডিএমপির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,
বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে যেন গোলাপবাগ মাঠে মহাসমাবেশের আয়োজন করা হয়।
তবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও।

এদিকে, বিএনপির মিডিয়া শাখার কর্মকর্তা শাইরুল কবির বলেছেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।