ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সরকারকে ধাক্কা দিতে গিয়ে গয়েশ্বর শুয়ে পড়েছে, আমান অভিনয় করেছে

অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রংপুরে সর্ববৃহৎ সমাবেশ দেখে বিএনপি চুপসে গেছে।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয়
সংসদ নির্বাচন ও রাজপথের রাজনীতি নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, রংপুর আওয়ামী লীগের ঘাঁটি, এটি আর কারো ঘাঁটি নয়।
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে অসাধ্যকে সাধন করতে পারে। যে কোনো অসম্ভবকে সম্ভব করা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।
বিএনপির সমাবেশ দেখে সরকারের একটু কাতুকুতু লেগেছে। সরকারকে ধাক্কা দিতে গিয়ে গয়েশ্বর শুয়ে পড়েছে, আমান অভিনয় করেছে।
পরে তারা পালিয়ে গেছে। বিএনপি এখন নতুন নাম ধারণ করেছে, বাংলাদেশ নাশকতা পার্টি।

তিনি বলেন, অ্যামেনিস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি একটি কাগজের টুকরো ছাড়া কিছুই না।
তারা একটি বিবৃতিতে বিরোধী দলের বিক্ষোভে বলপ্রয়োগ না করার জন্য বলেছে কিন্তু বিরোধী দলকে মানুষের ওপর হামলা, গাড়ি পোড়ানোর বিষয়ে কিছু বলে নাই।
এই এমনেস্টি ইন্টারন্যাশনালই মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য বিবৃতি দিয়েছিল।
অর্থাৎ এটি একটি পক্ষপাতদুষ্ট মূল্যহীন সংগঠন।

তথ্যমন্ত্রী বলেন, এমনেস্টি ইন্টারন্যাশনালের আগের সেক্রেটারি জেনারেল আইরিন খান ছিলেন তারেকের বেয়াইন।
সুতরাং সেই সংগঠন কোনদিকে বলবে তা সহজেই অনুমেয়।
যে এমনেস্টি ইন্টারন্যাশনাল এ দেশে জীবন্ত মানুষ ও গাড়ি পোড়ালে বা ফিলিস্তিনি শিশুদের ঢিল ছোঁড়ার জবাবে ইজরায়েলি সেনাদের গুলিবর্ষণে
পাখির মতো মানুষ হত্যার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয় না, তাদের বিবৃতি কাগজের টুকরো ছাড়া কিছু নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।