ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নর্দম্পটনশায়ারের হয়ে ভারতীয় ব্যাটার পৃথ্বী শ’এর বিধ্বংসী ইনিংস!

স্পোর্টস ডেস্ক
আগস্ট ১০, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রত্যাশার ঢালি সাজিয়ে এসেছিলেন জাতীয় দলে। তা মেটাতে না পারায় দুই বছর হলো আছেন দলের বাইরে।
কিন্তু নিজের জাত ঠিকই চিনিয়ে চলেছেন পৃথ্বী শ। এবার কাউন্টির এক দিনের প্রতিযোগিতায় ব্যাট হাতে নর্দম্পটনশায়ারের হয়ে ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস খেললেন ভারতীয় ব্যাটার।

খেলার মধ্যে যাতে থাকতে পারেন, সেই জন্য ইংল্যান্ড গিয়েছেন পৃথ্বী।
সেখানে নিজের তৃতীয় ম্যাচে বুধবার সমারসেটের বিপক্ষে ওপেন করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন তিনি।
১২৯ বলে ২০০ রান পূর্ণ করেন তিনি। শেষ ওভারের তৃতীয় বলে আউট হন ড্যানি ল্যাম্বের বলে। এর আগে ২৮টি চার ১১টি ছক্কা মারেন তিনি।

ইনিংসের শেষ ১০ ওভারেই তার ব্যাট থেকে আসে ২৫টি চার ও আটটি ছয়। ১০০ রান থেকে ১৫০ রানে পৌঁছতে পৃথ্বী ২২ বল খরচ করেছেন।
‘লিস্ট এ’ক্রিকেটে এদি তার দ্বিতীয় দ্বিশতক।
২০২১ সালে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ১৫২ বলে অপরাজিত ২২৭ ছিল আগের সেরা।

ইংল্যান্ডে লিস্ট ‘এ’ ক্রিকেটে পৃথ্বীর চেয়ে বড় ইনিংস আছে একটি।
২০০২ সালে ওভালে চেলটেনহ্যাম অ্যান্ড গ্লস্টারশায়ার ট্রফিতে সারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন আলি ব্রাউন ।
সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডের তালিকায় ষষ্ঠ স্থানে আছে পৃথ্বীর ২৪৪।
গত বছর বিজয় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে অরুনাচল প্রদেশের বিপক্ষে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েন ভারতের নারায়ণ জাগদেসান।
রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে একাধিক দ্বিশতক করলেন পৃথ্বী।

তার ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে নর্দম্পটনশায়ার তোলে ৮ উইকেটে ৪১৫ রান।
দলের শেষ ছয় ব্যাটারের মিলিত অবদান ১৬।
পৃথ্বীর দাপুটে ইনিংস ঢেকে দেয় দলের ব্যাটিং ব্যর্থতা।
নর্দম্পটনশায়ারের দ্বিতীয় সর্বোচ্চ রান সাম হোয়াইটম্যানের ৫১ বলে ৫৪। ম্যাচটি ৮৭ রানে জেতে পৃথ্বীর দল।

২৩ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম দুই ম্যাচে করেছিলেন ২৬ ও ৩৪।
এবার নিজেকে মেলে ধরে দ্বিশতক উপহার দিলেন ভারতের হয়ে ৫ টেস্ট, ৬ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।