সাকিব আল হাসানকে গতকাল এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
আজ জানিয়ে দেওয়া হলো এশিয়া কাপে বাংলাদেশের ১৭ জনের স্কোয়াড।
নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী ওপেনার তানজিদ হাসান।
গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন তানজিদ।
বাংলাদেশের মধ্যে তানজিদের রানই ছিল সর্বোচ্চ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ
সম্মেলন কক্ষে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান।
গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন নাসুম।
মেহেদী হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়া কাপে।
ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় থাকবেন শামীম হোসেন।
বাংলাদেশের হয়ে এর আগে ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন শামীম।
এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি।
আলোচনায় থাকলেও দলে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহর।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও রনি তালুকদার।
৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ।
পাকিস্তান মূল আয়োজক হলেও সহআয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। মোট ম্যাচ ১৩টি, শ্রীলঙ্কায় হবে ৯ ম্যাচ। বাকি ৪ ম্যাচ পাকিস্তানে।
গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে—শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ।
দুটি ম্যাচের মধ্যে বাংলাদেশ সময় পাবে মাত্র দুদিন।
দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে ছয় দল—পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল।
এশিয়া কাপ খেলতে ২৬ আগস্ট শ্রীলঙ্কা উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।