নির্বাচনকে সামনে রেখে যারাই পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সবুজবাগ, মুগদা ও খিঁলগাও এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির সক্ষমতা বাড়ানো হয়েছে”।
“ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। বিদেশি সংস্থাসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, সচিবালয়সহ বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা দেওয়া হয়। এটি আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের পাশাপাশি এটি নির্বাচনী বছরও। নির্বাচনী মাঠ ঘোলা করার জন্য অনেক শক্তি মাঠে নামবে, আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করবে। নির্বাচন ঘিরে কেউ আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে বাংলাদেশ পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে কঠোর হস্তে তা দমন করবে”।– বলেন ডিএমপি কমিশনার।
অপরাধ নিয়ন্ত্রণে ব্যাক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা বাড়ানোর আহ্বান জানান ডিএমপি কমিশনার।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেইন সাঈদীর মৃত্যু পরবর্তী নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলা করার জন্য একটা সংগঠন চেষ্টা করেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ যা করার তাই করবে”।
জঙ্গি প্রসঙ্গে খন্দকার গোলাম ফারুক বলেন, “ডিজিটাল সুবিধা নিয়ে জঙ্গিরাও সচেতন হওয়ার চেষ্টা করছে। জঙ্গিরা এখন মোবাইল ফোন ব্যবহার করে না। ডিজিটাল সুবিধা নিয়ে তারা মোবাইলের বিভিন্ন অ্যাপস ব্যবহার করছে। তবে পুলিশ তাদের থেকে পিছিয়ে থাকতে পারে না। অপরাধীরা ডালে ডালে চললে আমাদের পাতায় পাতায় চলতে হবে”।
অনুষ্ঠানে ডিএমপির কাছে ৪১৩টি সিসি ক্যামেরা পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য।
