খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ রায়।
তিনি বলেন, চক্রান্ত করে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরকার পতনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি এ এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ রায় বলেন, খালেদা জিয়া আজও কারাবন্দি, তার মুক্তি মেলেনি।
তাকে মেরে ফেরে ফেলার চক্রান্ত করে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেয়া হচ্ছে না।
বিএনপির এই নেতা বলেন, নেতাকর্মীরা যদি রাস্তায় থাকে তাহলে পুলিশের এত গুলি নেই যে সবাইকে মারতে পারবে।
সবাই রাস্তায় নামলে কেউ আটকিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।