ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতকে সমাবেশের অনুমতি নয়, বিএনপির বিষয়ে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর ব্যানারে ঢাকায় কোনো সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।

আর ঢাকার কোথায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নেবেন বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেছেন, বিএনপি যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করে, ডিএমপি কমিশনার নিশ্চয়ই তাদের অনুমতি দেবেন।

মহান বিজয় দিবস উদযাপন সামনে রেখে আজ বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

জামায়াতে ইসলাম ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতে চায় বলে গণমাধ্যমে এসেছে।

এই সমাবেশের অনুমতি পাবে কি না, জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশে অনেক দল, অনেক পথ, অনেক কিছু রয়েছে। জামায়াতে ইসলামী এর আগেও দু–এক জায়গায় আলোচনা করেছে। দেশের নিয়মকানুন মেনে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যে কোনো কথা বলতে পারে। জামায়াত বলে কোনো কথা নেই, যে কেউ, যে কোনো কথা বলতে পারে, এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক চর্চা এখানে আছে। আমাদের কথা হলো, আমাদের যে আইনকানুন আছে তার মধ্যে থেকে তাদের কথা বলতে হবে।’

এ বিষয়ে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত জামায়াতে ইসলামী নিবন্ধিত দল নয়। কাজেই তারা জামায়াতে ইসলামীর ব্যানারে যদি আসে, তাহলে তাদের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।

জামায়াতে ইসলামী সমাবেশের অনুমতি চেয়েছে কি না সে বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে কমিশনারকে (ডিএমপির কমিশনার) জিজ্ঞাসা করার পরামর্শ দেন।

বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে। এ জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে দলটি।

একই দিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এখনো আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলকেই ২৮ অক্টোবর সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বিএনপি সমাবেশের অনুমতির যে অনুরোধ করেছে, ঠিক কীভাবে করেছে সেটা পুলিশ কমিশনার জানেন।

এত লোক আনবে বলে তারা (বিএনপি) ঘোষণা দিয়েছেন কিংবা পত্রপত্রিকায় জানান দিচ্ছেন কিংবা সামাজিক মাধ্যমে জানাচ্ছেন, তারা নাকি সারা বাংলাদেশ থেকে যারাই বিএনপি করে তাদের নিয়ে আসবে।

কোনো সদস্যই নাকি বাদ থাকবে না, এরকমই আমরা শুনছি।

সে রকমই যদি হয়, তাহলে তো এত লোক ঢাকায় আসলে একটি অন্য রকমের পরিস্থিতি হতে পারে।

সেজন্যই আমাদের কমিশনার সাহেব তাদের কোথায় সমাবেশটা করতে দেবেন, সেটা  কমিশনার সাহেব বুঝবেন, সেভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন।

কমিশনার সাহেব এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমোদন দেননি।’

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।

সেই সাক্ষাতে চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।