ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছে সরকার : এটিএম মা’ছুম

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সরকার গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিগত তিন দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সমর্থন ও শান্তিপূর্ণভাবে সফল করায় দেশবাসী ও জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে দেয়া অভিনন্দন বাণীতে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, নেতাকর্র্মীদের বাড়ি-ঘরে ও ব্যবসায় প্রতিষ্ঠানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। অভিযানকালে বাড়িতে থাকা লোকদের ভয়ভীতি দেখিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। ২ নভেম্বর বেলা আড়াইটার দিকে কোর্ট থেকে বের হওয়ার সময় খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় ১০০ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। আমি সরকারের এসব জুলুম-নির্যাতন ও গ্রেফতার-হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার গোটা দেশটাকেই আজ একটি বৃহৎ জেলখানায় পরিণত করেছে। এভাবে জুলুম-নির্যাতন চালিয়ে সরকার বিরোধী আন্দোলন দমন করা যাবে না, ইনশাআল্লাহ।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ বিরোধী রাজনৈতিক দলের গ্রেফতারকৃত নেতাকর্মী এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বিগত তিন দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সমর্থন ও শান্তিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত করায় আমি সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী দেশবাসী ও জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, সরকারের রক্তচক্ষু, গণগ্রেফতার, জুলুম-নির্যাতন ও মৃত্যুভয় উপেক্ষা করে দেশের জনগণ অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে কার্যত বর্তমান অবৈধ কর্তৃত্ববাদী জালেম সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে বিরোধীদলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে হত্যা ও আহত করে অবরোধ কর্মসূচি বানচাল করতে পারেনি। এ থেকে স্পষ্টভাবেই প্রতীয়মান হচ্ছে যে, জনগণ অবৈধ জালেম সরকারের চরম জুলুম-নির্যাতনকে মোটেই ভয় পায় না। জামায়াতসহ আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মী ও দেশ প্রেমিক সংগ্রামী জনতা দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরবে না।

প্রেস বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।