বিএনপির তৃতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিনে, এখনো কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে যানবাহনের চাপ বাড়ছে।
তৃতীয় দফার অবরোধেও গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার কোন যানবাহন। তবে সায়েদাবাদ থেকে কিছু কিছু বাস ছেড়ে যাচ্ছে। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদী রুটে অল্প কিছু বাস চলছে।
রাজধানীতে সিএনজি, রিকশা, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে।এদিকে, টানা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। এছাড়া পরিবহন শ্রমিকরাও পড়েছেন বিপাকে।
এর আগে, প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ পালন করা হয়। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় অবরোধ পালন করে বিএনপি।