ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে জাপা নেতৃত্বের দ্বন্দ্ব, ইসিতে জিএম কাদের ও রওশনের পৃথক চিঠি।

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন ঘিরে আবারো প্রকাশ্যে এলো জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বের দ্বন্দ্ব। নির্বাচন কমিশনে (ইসি) আলাদাভাবে চিঠি দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

লাঙ্গল প্রতীকের মালিক কে এবং কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে সে বিষয়েই ইসিকে অবহিত করেছেন তারা।

শনিবার (১৮ নভেম্বর) জি এম কাদেরের পক্ষে দলের মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেয়া হয়।

জি এম কাদেরের পক্ষে দেয়া চিঠিতে বলা হয়, ‘আপনাকে জানানো যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মো. কাদের।

অন্যদিকে, রওশন এরশাদের চিঠিতে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আগের তিনটি সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারো চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা হবে শুধু নির্বাচনী জোট।’

চিঠিতে তিনি বলেন, ‘নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন। এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা লাঙ্গল কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।