আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা এখন ঢাকায় অবস্থান করছেন। তাদের অনেকেই শনিবার প্রথমদিনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, প্রথমদিনেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের জন্য চট্টগ্রামের প্রায় মনোনয়ন প্রত্যাশী ঢাকায় অবস্থান করছেন। এরমধ্যে চট্টগ্রামের প্রায় সব মন্ত্রি-এমপি ও নতুন মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন। সাথে রয়েছেন অনুসারী অনেক নেতাকর্মী।
যাদের অনেকেই ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আবার বেশ কয়েকজন সংসদ সদস্য আগামীকাল রবিবার ও সোমবার ফরম নেবেন বলে জানিয়েছেন।
মনোনয়নের ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম–১ মিরসরাই আসন থেকে ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন আমি করবো না, আমার ছেলে মাহবুবুর রহমান রুহেল করবে। সে আজ শনিবার দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে। আমি মনোনয়ন বোর্ডে আছি। আমি নেত্রীকে (আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বিষয়টি বলেছি। দেখা যাক কী হয়।
রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার (১৯ নভেম্বর) দুপুরে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ। হাছান মাহমুদের মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ এখন ঢাকায় আছেন বলে জানান তিনি।
এদিকে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী শনিবার (১৮ নভেম্বর) প্রথমদিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ক্রীড়া সংগঠক সুমন দে।
তিনি বলেন, এমপি সাহেব মনোনয়ন ফরম নিয়েছেন। আবার বিকাল ৪টার মধ্যে ফরম জমা দিবেন। মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে রাউজান থেকে অনেকেই ঢাকায় এসেছেন। এরমধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল কুমার পালিত রয়েছেন।
পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী শনিবার (১৮ নভেম্বর) নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, মনোনয়ন সংগ্রহের জন্য পটিয়া থেকে কয়েকশ নেতাকর্মী ঢাকায় এসেছেন।
এরমধ্যে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, জেলার আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ মনোয়ার, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী, আবু সালেহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছিরসহ অনেকেই রয়েছেন।
চট্টগ্রাম–১৪ আসনের (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া আংশিক) সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর পক্ষে আজ শনিবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তাঁর ছেলে নাফিজ বিন ইসলাম চৌধুরী মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর এপিএস সুব্রত বড়ুয়া।
এদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনও আজ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম জমা দেওয়ার কাজে তিনি ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
নোমান আল মাহমুদ বলেন, আমিও শনিবার প্রথমদিন মনোনয়ন ফরম নিয়েছি। আ.জ.ম. নাছির উদ্দীনসহ আমরা সকালে ঢাকায় এসেছি। আ.জ.ম নাছিরের সাথে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরীও রয়েছেন বলে জানান তিনি।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেন, শনিবার শুরুর দিনেই আমি দলীয় মনোনয়নপত্র নিয়েছি। বিকেলে জমা দিবো।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালামও চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসন থেকে আজ শনিবার দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার। তিনি বলেন, সালাম ভাই ঢাকায় আছেন। শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ওইদিন বিকালে অথবা রোববার জমা দেবেন। চট্টগ্রাম-১০ আসন থেকে আরও মনোনয়ন নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া একাংশ) আসনের মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান বলেন, আমিও শনিবার সকালে দলীয় মনোনয়ন নিয়েছি। রোববার ফরম জমা দেবো। এ উপলক্ষে কয়েকশ নেতা ঢাকায় আছেন।
এদিকে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম থেকে শনিবার (১৮ নভেম্বর) ঢাকায় যাবেন। তিনি রবিবার (১৯ নভেম্বর) অথবা সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করবেন বলে জানিয়েছেন।
মনোনয়ন প্রত্যাশীরা জানান, দলের মনোনয়ন যিনি পাবেন, তিনিই নির্বাচন করবেন’। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বলে জানান শেখ হাসিনা। শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের মনোনয়ন দেওয়া হবে, তারাই নির্বাচন করবে। জনগণের ভোট পাব- এই আশা আমার আছে। এ বিশ্বাস জনগণের উপর আছে। তা না হলে ১৪ বছরে যে উন্নতিটা করেছি, আজকে যে বদলে যাওয়া বাংলাদেশ- এটাকে ওরা আগুন দিয়ে ধ্বংস করবে, পোড়াবে। যাতে পোড়াতে বা ধ্বংস করতে না পারে- সেদিকেও জনগণকে সচেতন থাকতে হবে।’
শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপরে মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয় উল্লেখ করতে হবে।