ঢাকাশুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এখনো মনোনয়ন ফরম নেননি রওশন ও সাদ

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত চারদিন ধরে জাপা দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নিলেও এখন পর্যন্ত ফরম সংগ্রহ করেননি দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার পুত্র সাদ এরশাদ।

এ ব্যাপারে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছেন, সংসদের বিরোধীদলীয়  নেতা রওশন এরশাদ অসুস্থ। উনি যদি নির্বাচন করতে চান, তাহলে অবশ্যই করবেন। ওনার ছেলেও যদি নির্বাচন করতে চায়, করবেন। এটা নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই।

তিনি বলেন, রওশন এরশাদ ৩ দিন আগে আমাকে ফোন করেছিলেন। ওনার এবং ওনার ছেলের মনোনয়ন ফরম নেওয়ার জন্য ব্যক্তিগত সহকারীকে পাঠাবেন বলেছেন। এখনো পাঠাননি। তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী ও দলের প্রধান পৃষ্ঠপোষক, তিনি আমাদের প্রধান অগ্রাধিকার। উনি নির্বাচন করলে আমরা খুশি, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। উনি নির্বাচন না করলে ভিন্ন বিষয়। নির্বাচন করবেন না, এমন কিছু এখন পর্যন্ত বলেননি।

জাপার মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার গতকাল শেষদিন হলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শুক্রবারও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।