ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

অজি গণমাধ্যমে ভারতীয়দের ব্যঙ্গ, হেডের সন্তান কোহলি-রোহিতরা!!

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ওয়ানডে বিশ্বকাপে পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাটে বলে মাতিয়ে রেখেছিলেন ভারতীয়রা। কে জানতো, বিশ্বকাপের ফাইনালে সমস্ত আলো কেড়ে নেবে অস্ট্রেলিয়া! রোহিত শর্মাদের হারিয়ে রেকর্ড ষষ্ঠ শিরোপ ঘরে তুলেছে অজিরা। ফলে টুর্নামেন্টজুড়ে এমন দুর্দান্ত ক্রিকেট খেলার পরও ফাইনালে এমন হার সহ্য করতে পারেননি ভারতীয় সমর্থকরা।

শিরোপা হারের পর রাগে-ক্ষোভে পাগল হয়ে সাইবার বুলিংয়ে ঝাঁপিয়ে পড়েছেন ভারতীয়রা। এবার একই পথে হাঁটলেন ট্রাভিস হেড-গ্লেন ম্যাক্সওয়েলদের দেশের গণমাধ্যম। কোহলি-রোহিতদের ব্যঙ্গ করে দেশটির একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।

ভারতীয়রা মনে করছে, এই পোস্টের মাধ্যমে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ভয়াবহ রকমের অপমান করা হয়েছে। কেবল ওই পোস্ট নয়, তাতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং অন্যতম ম্যাচ উইনার গ্লেন ম্যাক্সওয়েল লাইক দেয়ায় ভারতীয় নেটিজেনরা আরও ক্ষোভ ঝাড়ছেন।

অজিদের ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম। এরপর ওই পোস্টটি ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।

পোস্টে ভারতীয় দলকে অপমান করে লেখেন, ‘দক্ষিণ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি বিশ্ব রেকর্ড গড়ে ভারতের এগারো জন সন্তানের জন্ম দিয়েছে।’ এখানে সাউথ অস্ট্রেলিয়ান ম্যান বলতে ফাইনালে সেঞ্চুরি করা ট্রাভিস হেডের কথাই উল্লেখ করা হয়েছে।

অজি সংবাদমাধ্যমের সেই ইনস্টাগ্রাম পোস্ট ভাইরালে ঝড় তুলেছে ক্রিকেটারদের আচারণ নিয়ে। কারণ প্রকাশের সঙ্গে সঙ্গে বিতর্কিত ছবিটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এর সঙ্গে বিতর্ক বাড়িয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের একাধিক সদস্যের আচরণ।

কামিন্স, ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারেরা সমাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিতর্কিত ছবিতে ‘লাইক’ দিয়েছেন। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের এমন কুৎসিত অপমানের প্রতিবাদ না করে তারাও রসিকতায় অংশগ্রহণ করেছেন। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশ তাঁদের পাল্টা নিন্দা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।