সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। দুই দফায় হরতাল ৭ দফায় অবরোধের কর্মসূচি পালনের পর এবার ৩৬ ঘণ্টার অবরোধ-হরতালের সমন্বিত কর্মসূচি শুরু হয়েছে।
আজ বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। গত সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই ধরণের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল, জোট ও জামায়াত। কর্মসূচি ঘোষণার সময় রুহুল কবির রিজভী বলেন, যে দাবিতে আমাদের সংগ্রাম চলছে, শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যারা বন্দি রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে এক কনসেনট্রেশন ক্যাম্পের ভেতরে দূর্বিসহ জীবনযাপন করছেন তাদের মুক্তির দাবিতে আমরা এই কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা অবরোধ কর্মসূচি আর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থা বৃহস্পতিবার সূর্যাদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হরতাল হরতাল বিএনপির পক্ষ থেকে আমি ঘোষণা করছি। অন্যান্য সমমনা দলগুলো এই কর্মসূচি পালন করবে।
একতরফা নির্বাচনে তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপিসহ সমমনা জোটগুলো গত ১৯ নভেম্বর থেকে ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল এবং এরপর থেকে বিরতি রেখে ৪৮ ঘন্টার অবরোধ এর ধারাবাহিক কর্মসূচি করে। সর্বশেষ রোববার থেকে শুরু হওয়া দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ গতকাল মঙ্গলবার ভোর ৬টায় শেষ হওয়ার আগে এই নতুন কর্মসূচির ঘোষণা দেয়।
গত ২৮ অক্টোবর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পন্ড করে দিলে তারা এর সরকার পদত্যাগের একদফাসহ মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। সমমনা জোটগুলোও এই কর্মসূচির যুগপৎভাবে পালন করে। এরপর থেকে পর্যায়ের ক্রমে তারা প্রতি সাপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার-শনিবার ছুটির দুইদিন বিরতি দিয়ে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে। এই পর্যন্ত তারা ৭ দফায় অবরোধের কর্মসূচির ডাক দেয়।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহের কালীগঞ্জের খয়েরতলা এলাকায় অবরোধের সমর্থনে বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে মশাল মিছিল বের করে নেতাকর্মীরা। রাজধানীর বনানী কাকলী মোড়ে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে সন্ধ্যা ৭টায় মশাল মিছিল করে নেতাকর্মীরা। যুবদল নেতা জসিম শিকদার রানার নেতৃত্বে নেতাকর্মীরা খিলক্ষেত এলাকায় মশাল মিছিল করে। কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের বল্লভপুর এলাকায় মশাল মিছিল বের করে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল। একইভাবে ফেনীতে বিক্ষোভ মিছিল করে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।#