ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন গুলিবিদ্ধসহ ৪৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার মাজার বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে এগারোটার দিকে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উঠার চেষ্টা করলে নান্দাইল মাজার বাস স্টেশন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন।
নান্দাইল থানার ইনচার্জ ওসি রাশেদুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।