স্বতন্ত্র প্রার্থীরা বিরোধ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রোববার সকালে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার এক বর্ধিত সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন।
মেনন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে। আওয়ামী লীগ থেকে যেখানে জোটকে নৌকা দেওয়া হচ্ছে, সেখানে আওয়ামী লীগেরই অন্যজন স্বতন্ত্র নির্বাচন করছে। এতে করে বিরোধের সৃষ্টি হয়ে যায়। তবে জনগণ তার প্রার্থী ঠিকই নির্ধারণ করে নেবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘৭৩ (১৯৭৩) সাল থেকে নির্বাচন করছি। জীবনের শেষ প্রান্তে এসে নিজ জন্মস্থানে ফিরে এসেছি। জোট থেকে প্রথমে আমাকে বরিশাল-৩ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে এখন দেওয়া হচ্ছে বরিশাল–২। সম্ভবত জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার অংশ হিসেবে এ পরিবর্তন করা হয়েছে। কেননা সেখানকার রানিং এমপি জাতীয় পার্টির।’
মেনন বলেন, ‘আওয়ামী লীগের সাথে কথা হয়েছে। একসাথে আমরা সবাই মিলে নির্বাচনে কাজ করব।’
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ। আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।