ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এবার উপজেলায় মাস্তানির নির্বাচন চলবে না: কামরুল ইসলাম।

অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

দেশের কারাগারগুলোতে কোনো রাজবন্দি নেই, বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা সেখানে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (৮ এপ্রিল) শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের আয়োজনে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই বাংলাদেশে কোনো রাজবন্দি নাই। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা জেলে আছে। আইন সবার জন্য সমান। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে সরকার। বিএনপি বিদেশিদের কাছে যতই মিথ্যাচার করছে, তাতে লাভ নেই। অভিযোগ ছাড়া কেউ জেলে নেই আর বিএনপি একটি সন্ত্রাসী দল।
 
এ সময় উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি উসকানি দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
 
কামরুল ইসলাম বলেন, বিএনপি সন্ত্রাসীদের উসকানি দিচ্ছে। কিন্তু আমরা বলতে চাই মাস্তানির নির্বাচন চলবে না। উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।