ঢাকার অদূরে রূপগঞ্জে জালিয়াতির মাধ্যমে একই জমি দু্ইপক্ষের কাছে বিক্রি করেছে একটি সংঘবদ্ধ চক্র। ৫ শতাধিক কাঠা জমি নিয়ে করা হয়েছে এই প্রতারণা। রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার দুই ছেলে এই প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। এরা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রচ্ছায়ায় আছেন।
অভিযোগ রয়েছে, রূপগঞ্জের বিভিন্ন মৌজার মূল্যবান ৫০৩ দশমিক ২৭৪ কাঠা বা ৮ দশমিক ৩৯ একর জমি প্রথমে বিক্রি করা হয় বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে। এ তথ্য গোপন রেখে কৌশলে একই জমি দ্বিতীয় দফায় বিক্রি করা হয় একটি আবাসন কোম্পানির কাছে। এভাবে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি।
রফিকুল ইসলাম রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এলাকায় সাধারণ মানুষের জমি জবরদখল, নির্যাতন, গুম-খুনের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই রূপগঞ্জে জমি জালিয়াতির জাল বুনেছেন তিনি। একই জমি দুবার বিক্রির ঘটনায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতির অভিযোগে রফিক এবং তার দুই ছেলে কাওসার আহমেদ অপু ও মেহেদী হাসান দীপুর বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। মামলার তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।