করোনা সংক্রমনের এক বছর পুর্তি আজ। আর এদিন সবোর্চ্চ মৃত্যুর রেকর্ড দেখলো বিশ্ব।
একদিনে প্রাণ গেছে ১০ হাজার ৫ শতাধিক মানুষের। এ নিয়ে মোট প্রাণহানি ১৩ লাখ ৪৩ হাজারের বেশি। আর আক্রান্ত ৫ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ভাইরাসটির সংক্রমণ বেড়ে যাওয়ায় ৬ দিনের লকডাউন আরোপ করা হয়েছে। এদিকে, নিজ দেশে উৎপাদিত করোনাভ্যাক ভ্যাকসিন পর্যাপ্ত সুরক্ষা দেবে বলে দাবি করেছেন চীনা বিশেষজ্ঞরা।
২০১৯ সালের ১৭ নভেম্বর। চিনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্তের খবর আসে। ওই দিন ৫৫ বছর বয়সী এক ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়। মধ্য ডিসেম্বরে সে সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৭ জনে। উহানকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করে জারি করা হয় লকডাউন। এরপর ভাইরাসটি দ্রুত বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। যার ছোবলে গত এক বছরে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো বিশ্ব।
বিশ্বে করোনায় এখনও মৃত্যু ও শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থানে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স ও রাশিয়ার মতো বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। এখনও ভ্যাকসিন আবিস্কার না হওয়ায় দেশগুলোতে মৃত ও শনাক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লকডাউন জারি করা হয়েছে।
অন্যদিকে, নিজ দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনাভ্যাক ভ্যাকসিন মানবদেহে পর্যাপ্ত সুরক্ষা দিতে সক্ষম বলে দাবি করেছে চীন।