ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নকল সার্জিক্যাল মাস্ক এর ব্যবহারে… ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। Serve for smile এর ক্যাম্পেইন এর প্রেক্ষাপটে।

নিজস্ব প্রতিবেদক
মে ৫, ২০২১ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে বেড়েছে মাক্স এর ব্যবহার। কিন্তু আমাদের দেশে প্রচলিত সার্জিক্যাল মাস্ক গুলোর বেশির ভাগই মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ। দেশে উৎপাদিত এবং আমদানিকৃত তথাকথিত সার্জিক্যাল মাস্ক গুলো মূলত non-woven থার্মোপ্লাস্টিক শপিং ব্যাগের কাপড় দিয়ে তৈরি, যাকে বলে পি পি ফেব্রিকস যদিও দেখতে এ গুলো অরিজিনাল সার্জিক্যাল মাস্ক এর মত।
পলিথিন যেমন ইথিলিনের পলিমার ঠিক তেমনি পি পি ফেব্রিক্স প্রোপিলিন এর পলিমার দ্বারা তৈরি।
এটি রাসায়নিক প্রক্রিয়ায় উৎপাদিত এক ধরনের আর্টিফিশিয়াল ফেব্রিক্স যার উভয় পাশে থাকে প্রচুর পরিমাণ ফ্লোটিং ফাইবার বা আঁশ
এই গুলোকে বলা হয় মাইক্রো প্লাস্টিক।
অতএব তথাকথিত নকল সার্জিক্যাল মাস্ক ব্যব হার করার মানেই হচ্ছে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক ফুসফুসে টেনে নেয়া।
যার কারণ হতে পারে আপনার ফুসফুস ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি।
এ ধরনের মাইক্রো প্লাস্টিক কোনভাবে যদি আপনার আমার রক্তনালিতে চলে যেতে পারে তাহলে এর কারণে স্নায়ুরোগ, ক্যান্সার, স্ট্রোকসহ অন্যান্য অতি মারাত্মক রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। যেহেতু
মানবদেহের ব্যবস্থাপনায় এই ধরনের ফাইবার স্বয়ংক্রিয়ভাবে শরীর থেকে বের করে দেওয়ার কোনো বিশেষ ব্যবস্থা নেই।
অতএব এ জাতীয় মাস্ক পরিহার এবং বর্জন করতেই হবে।
এটা যদি সত্যিকারের সার্জিক্যাল মাস্কও হয় তবু্ও তা সাধারণ মানুষের জন্য ব্যবহার উপযোগী নয়।
কারন এ ধরনের মাস্ক ব্যবহারেরর রয়েছে সুস্পষ্ট ব্যবহার বিধি সাধারণ মানুষ যে বিষয় এ মোটেও অবগত নয়।
এ ছাড়া স্পেশাল কিছু মাস্ক ব্যতীত কোন মাস্কই কটন কাপড়ের তৈরি নয়, সব মাস্ক প্লাস্টিক বাই প্রোডাক্ট non-woven কাপড়ের তৈরি।
প্লাস্টিক মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার উপর এ কাপড় বানানোর সময় প্রসেসিংয়ে যুক্ত থাকা অন্যান্য রাসায়নিক দ্রব্য, যেমন থেলেড, বি পি এ সমজাতীয় ক্ষতিকর।
মাস্ক সরাসরি নাকের সাথে সংযুক্ত থাকায় এ জাতীয় মাস্ক উচ্চমাত্রায় প্লেট, লিড, মার্কারি এর মত ভারী ধাতব এবং বিপিএ উপাদান মানব দেহে অতি সহজে প্রবেশ করে।
দেশীয় এবং আন্তর্জাতিক গবেষণায় এসব রাসায়নিক উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর তা আজ প্রমাণিত সত্য।

উন্নত বিশ্বে এ ধরনের পণ্য উৎপাদনের সময় উল্ল্যেখিত রাসায়নিক উপাদানের মাত্রা পরীক্ষাগারে পরীক্ষার পর তা উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য ছাড়পত্র দেওয়া হয়।এর ব্যতিক্রম ঘটা প্রায় অসম্ভব।
আমাদের দেশে এ ধরনের কোনো রেগুলেটরি বডি আছে কিনা থাকলে এ বিষয়ে তাদের সুস্পষ্ট কোনো বক্তব্য আছে কিনা বলা মুসকিল।

সরকার আইন করে যেখানে পলিথিন ব্যাগ বন্ধ করে দিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ পলিথিন ব্যাগ প্রতিনিয়ত উদ্ধার করছেন। অন্যদিকে আবার সেই পলিথিনের মাক্স ব্যবহার করার জন্যও আইন করে মানুষকে বাধ্য করছেন বিষয়টি একেবারেই সঙ্গতিপূর্ণ নয়।
নিতান্ত প্রয়োজনে উচ্চ ঝুকি সম্পন্ন স্থানে অরিজিনাল পিপি মাস্ক অল্প সময়ের জন্য ব্যবহার করা গেলে ও কোন অবস্থাতেই নকল পি পি বা সার্জিক্যাল মাস্ক ব্যবহার গ্রহনযোগ্য নয়।
ফ্রন্টলাইন করোনা যোদ্ধারা প্রয়োজনে অরিজিনাল সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবেন তবে তা হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবে পরীক্ষীত সার্জিক্যাল মাস্ক।
বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন রংয়ের মাস্ক পরিলক্ষিত হলেও এধরনের সব মাস্ক তৈরি হয় থার্মোপ্লাষ্টিকাপড় দিয়ে। যার ব্যবহারে মানুষের শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিকতা হারায় অধিকন্তু ফুসফুসের নেগেটিভ প্রেসার এর কারণে তুলনামূলক অতিমাত্রায় মাইক্রোপ্লাস্টিক ফুসফুসে ঢুকে পড়ে।
অধিকন্ত পিপি কাপড় ধোয়ার যোগ্য নয়, অজ্ঞাত বসত এটি ধুয়ে অনেকেই ব্যবহার করছেন।
এতে ধোয়ার কারণে আরো উচ্চমাত্রায় আলগা আশ,পেলেট, বিপিএ উপাদান মানব শরীরে প্রবেশ করছে।
দেখে মনেহয় করোনার ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখতে আমরা জাতিগতভাবে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে চলে যাচ্ছি।

বিষয়টির প্রতি এখনই সব সচেতন মহলের এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ জরুরী।
বাতাসের মাধ্যমে এ ভাইরাস টি সংক্রমিত হয় বলে এখন পর্যন্ত কোন প্রমান নেই বলে করোনা সংক্রমণ প্রতিরোধে দুই/তিনস্তরের কাপড়ের মাস্ক হতেপারে এর নিরাপদ বিকল্প।বর্তমান প্রেক্ষাপটে মাস্কের যেহেতু বিকল্প নেই তাই মাস্ক ব্যবহারে আমাদের আরো বেশী সচেতন হতে হবে, আশে পাশের মানুষ গুলো কে সচেতন করে তুলতে হবে।
সাথে সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো বলার অপেক্ষাই রাখে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।