ইউরো কাপে গ্রুপ পর্বের শুরু থেকে খুব একটা ভালো ফর্মে ছিল না স্পেন। একের পর এক সহজ জয় যেন হাতছাড়া করছিল স্পেন দল। প্রথম দুটি ম্যাচে সুইডেন ও পোল্যান্ডের সঙ্গে ড্র করায় হতাশ হয়েছিলেন স্পেন সমর্থকতা। যদিও স্লোভাকিয়ার বিরুদ্ধে পাঁচ গোল দিয়ে দুর্দান্ত জয় পেয়েছে স্পেন। কিন্তু সেই ম্যাচেই আলভারো মোরাতা পেনাল্টি মিস করেছিলেন। এর ফলেই মোরাতার প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্পেন সমর্থকরা।
শুধু মোরাতাই নয় তাঁর স্ত্রী ও তিন ছেলেকেও খুনের হুমকি দিয়ে ফোন আসছে। এই চিন্তায় ঘুম উড়েছে মোরাতার।
পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর থেকেই আসতে শুরু করে হুমকি দিয়ে এই ফোন। ওয়ার্ম আপের সময়েও শিস দিয়ে মোরাতাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন অনেকে। এই বিষয়ে জুভেন্তাস তারকা বলেন, “আমার সামনে দুটো রাস্তা, হয় চুপ থাকা নয়তো সব খোলাখুলি বলা। তবে জানি আমাকে সচেতন হতে হবে, অনেকেই আমার ক্ষতি চায়।”
স্ত্রী ও সন্তানদের হুমকি দেওয়া নিয়ে মোরাতা বলেন, “আমার পারফরম্যান্স সমর্থকরা মন থেকে মেনে নিতে পারছেন না। গোল করতে পারছি না বলে সমর্থকরা সমালোচনা করছিল। কিন্তু তাই বলে খুনের হুমকির সামনে পড়তে হবে, আমার ছেলেদের মেরে ফেলার কথা বলা হবে এই সব ভাবতেই পারছি না।”
উল্লেখ্য, ইউরো কাপের নক আউট রাউন্ড ১৬ এ আগামী ২৮ জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।