Beloved B-Block ফেইসবুক গ্রুপ প্যানেলের পক্ষ থেকে গত ২২~৩০ জুলাই গ্রুপ মেম্বারসদের নিয়ে এক জমজমাট সেলফি প্রতিযোগীতার সফল আয়োজনের শেষে এবার ২~৪ আগস্ট ইদুল আযহা উপলক্ষে গ্রুপের সকল মেম্বারদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করলো আরেকটি ব্যাতিক্রমধর্মী আয়োজন। “Beloved B-Block ঈদ উল আজহা-২০২০ সেল্ফী প্রতিযোগীতা”..!!!” নামের এ প্রতিযোগীতায় গ্রুপের মেম্বররা তাদের পরিবারের সদস্যদের পারিবারিক গ্রুপ ছবি তুলে এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। পূর্বের প্রতিযোগীতার মতো এবারও প্রতিযোগীতাটি পরিচালনা করেন গ্রুপ মর্ডারেটর আসাদুজ্জামান ফারুক। পূর্বের প্রতিযোগীতায় ৬ জনকে বিজয়ী ঘোষনা করার পর এবার ফ্যামিলি প্রতিযোগীতায় ৩ জনকে বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ী ৩ জন হলেন~
(ছবিতে উপরের সারির বাম দিক থেকে)
~১ম স্থান: শাহরিয়ার নাদিম
প্রাপ্ত ভোট: ১৩৩
~২য় স্থান: মাহিন শিকদার
প্রাপ্ত ভোট: ১০৬
(ছবিতে নীচের সারির বাম দিক থেকে)
~৩য় স্থানঃ মতিন আবদুল
প্রাপ্ত ভোট: ৬২
গ্রুপের সদস্যদের ভোটে উক্ত তিনজনকে বিজয়ী করা হয়। বিজয়ী ৩ জনকে প্যানেলের পক্ষ হতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এদিকে গতবারের সেলফি প্রতিযোগীতায় বিজয়ী ৬ জন তাদের উপহারের অংশ হতে ২০জন পথ শিশুকে দুপরে খাবার খাওয়ায় (ছবিতে নীচের সারির ডান দিকের) এতে উপস্থিত ছিলো মাহিন শিকদার, মতিন আবদুল, শাহরিয়ার নাদিম, আমাতুল মাকনুন সহ ২০ জন পথশিশু।
মুনস্ কিচেনের স্বত্বাধিকারী আমাতুল মাকনুন এর রান্না করা খাওয়ার এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেত্রী ও বিশিষ্ট সমাজ সেবিকা জনাবা হুরে আরা বিউটি।
উল্লেখ্য যে, Beloved B_Block চট্টগ্রামের হালিশহর বি~ব্লক ২৬ নং ওয়ার্ডের একটি এলাকা ভিত্তিক সামাজিক ফেইসবুক গ্রুপ।