আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে আজ সোমবার। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এই বৈঠকে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ১৪ দলীয় জোট সূত্র।
বৈঠকে সভাপতিত্ব করবেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আসন ভাগাভাগির পাশাপাশি এতে বিভিন্ন আসনে আওয়ামী লীগের স্বতন্ত্রদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও আলোচনা করা হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচনায় উঠবে তা জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি জানি না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, দখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হচ্ছে আজ সোমবার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিজয়ী মেনন এবার বরিশাল-২ ও বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
ওয়ার্কার্স পার্টি ও জাসদ-এই দুই দলের ছয়টি আসনের বাইরে একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ তরীকত ফেডারেশনের প্রেসিডেন্ট সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে চট্টগ্রাম-২ আসন ছেড়ে দেওয়া হয়। পিরোজপুর-২ আসন ছাড়া হয় জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেনকে।
জানতে চাইলে জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কালের কণ্ঠকে বলেন, ‘সিটের অ্যারেঞ্জম্যান্ট কেমন হচ্ছে, সেটা আলোচনার বড় বিষয়। আমরা শুধু ঢালাও আসন চাইব না। ভাবনায় থাকা আসনগুলো নিয়েও আলোচনা করা হবে। জোট থেকে বর্তমানে যারা সংসদ সদস্য রয়েছেন তাঁদের বিষয়েও কথা বলা হবে।’