ঢাকারবিবার , ২৮ আগস্ট ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় লরিচাপায় ট্রাফিক কনস্টেবলসহ দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরায় লরিচাপায় ট্রাফিক কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, পুলিশ কনস্টেবল কাজী মাসুদ(৩৭) ও স্থানীয় টিকেট কাউন্টারের কর্মচারী মো: জাহাঙ্গীর আলম (২৮)। পুলিশ লরিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
নিহত কনস্টেবল মাসুদ বাগেরহাট জেলার কঁচুয়া থানার দোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিনের পুত্র।  বর্তমানে তিনি রাজধানীর দক্ষিণখান এলাকায় স্ত্রী ও দু’মেয়ে নিয়ে থাকতেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর টঙ্গী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় কনস্টেবল মাসুদকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আজ রোববার ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া স্থানীয় টিকেট কাউন্টারের কর্মচারী জাহাঙ্গীর আলমকে উদ্বার করে উত্তরা ১১ নং সেক্টর লেকভিভ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন দু’জন মারা যাবার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: বদরুল হাসান জানান, কনস্টেবল কাজী মাসুদ আব্দুল্লাহপুর এলাকায় শনিবার রাতে রাত্রিকালীন দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে শনিবার মধ্যরাতের রাস্ত পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি লরি তাকে ধাক্কা দেয়। ওই সময় ঘটনাস্থলে কর্তব্যরত সার্জেন্ট তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।