ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

একতরফা আরেকটি নির্বাচন দেশকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল–সন্ধ্যা সারা দেশে হরতাল করেছে গণতন্ত্র মঞ্চ। একই কারণে গতকাল দেশব্যাপী অর্ধবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

গতকাল বাম জোটের নেতারা বলেন, একতরফা আরেকটি নির্বাচন দেশকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে।

নির্বাচন কমিশন গত বুধবার আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে ওই দিনই হরতালের ডাক দিয়েছিল গণতন্ত্র মঞ্চ ও বাম জোট।

গতকাল হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। তাদের মিছিলটি হয় দৈনিক বাংলা মোড়, কালভার্ট রোড, বিজয়নগর, পল্টন মোড় ও প্রেসক্লাব এলাকায়। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।

তফসিল প্রত্যাখ্যান করে সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গণদাবির বিপক্ষে গিয়ে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ।

এ ছাড়া সারা দেশে আগামী রবি ও সোমবার সর্বাত্মক হরতালের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।