ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কারাবন্দী অবস্থায় মালিবাগ (প:ইউনিট) বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু।

অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) হাজতি বিএনপি নেতা আবুল বাশার (৩৬) ঢাকা মেডিকেল মারা গেছেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাশারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায়। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। বর্তমানে রাজধানীর পশ্চিম রামপুরা বসতি এলাকায় থাকতেন। তিনি মালিবাগের ১৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক এবং মালিবাগ পশ্চিম ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

গত ২৬ জুলাই মালিবাগের সাফেনা হাসপাতালের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠায়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, নাশকতার সংশ্লিষ্টতায় গোয়েন্দা পুলিশ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।