ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সভায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় পাল্টাপাল্টি শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে যায় বর্ধিত সভা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানায়, প্রথমে বিকেল পাঁচটায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শান্তিপূর্ণভাবে বর্ধিত সভা শুরু হয়। সন্ধ্যায় সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বক্তব্য দেওয়ার সময় পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়।

একপর্যায়ে সভাপতি শরীফুল ইসলামের পক্ষের নেতাকর্মীদের সাথে সাধারণ সম্পাদক শামীম আহম্মেদের লোকজনের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চ ত্যাগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠানস্থলে জরুরি সভা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের অবগত করা হয়েছে বলে জানান তারা। সভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কাফি মণ্ডল, ডা. উম্মে সালমা মুনমুন, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।