আবারও কীভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে সে ব্যবস্থা করে এসেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশে এখন লুটপাটের অর্থনীতি ছাড়া আর কিছু নেই। তিলে তিলে রাষ্ট্রের গণতন্ত্র, অর্থনীতি ধ্বংস করেছে ক্ষমতাসীনরা।
মির্জা ফখরুল আরও বলেন, জোর করে ক্ষমতা দখলকারীরা কখনোই চায় না, এই দেশের সঠিক ইতিহাস পুরোটা বের হয়ে আসুক। স্থিতিশীল একটি রাজনৈতিক কাঠামো এখনও গঠন করতে পারেনি সরকার।
ফখরুল বলেন, আওয়ামী লীগ কোনদিন সমাজতন্ত্রকে বিশ্বাস করেনি, আজকে সেই দল বলে সমতার কথা। আজকে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, যে দেশে ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।