“মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার”
এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মুজিববর্ষের বিশেষ সেবা হিসেবে কুড়িগ্রাম জেলার সকল থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্ক চালু করা হয়েছে।
উক্ত ডেস্কে একজন নারী এসআই বা এএসআই দায়িত্বরত থেকে নারী ও শিশু সংক্রান্ত বিভিন্ন আইনগত সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করেন ও আইনানুগ ব্যবস্খা নেয়ার বিষয়ে পরামর্শ প্রদান করেন।
নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও যৌতুকের জন্য অত্যাচারের শিকার হলে অথবা নিজের ও পরিবারের অথবা এলাকার যে কোন নারী ও শিশু বিষয়ক অপরাধ সংক্রান্তে নিকটস্থ থানার নারী , শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্কের সহায়তা নেওয়া যাবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।