ঢাকারবিবার , ১১ জুলাই ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ক‌রোনার উপসর্গ নি‌য়ে ৬ জ‌নের মৃত্যু।

অনলাইন ডেস্ক।
জুলাই ১১, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ৪৮ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার ‌৩ জন এবং র‌বিবার পুনরায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জ‌নের মৃত‌্যু হয়। এদের ২ জন করোনা পজিটিভ ও বাকি ৪ জন ক‌রোনা উপসর্গ নি‌য়ে চি‌কিৎসাধীন ছি‌লেন।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম শহীদুলাহ লিংকন জানান, এখন হাসপাতালে অধিকাংশ রোগীই করোনা পজিটিভ কিংবা পরীক্ষা না করে উপসর্গ নিয়ে শেষ মুহুর্তে চিকিৎসা নিতে আসেন। ফলে তাদের প্রাণহানির শংকা বেড়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, শ‌নিবারের মৃত তিনজন জেলার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার বা‌সিন্দা। আর র‌বিবার মৃত‌দের ম‌ধ্যে দুইজন সদর উপ‌জেলার (‌পৌরসভা ও ভোগডাঙা ইউ‌নিয়ন) এবং একজন উ‌লিপুর উপ‌জেলার বেগমগঞ্জ ইউ‌নিয়নের বা‌সিন্দা।

এছাড়াও হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে ৫৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৫ জন করোনা পজেটিভ এবং ২৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। তবে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট ১১ হাজার ৩৫১ নমুনা পরীক্ষায় ২ হাজার ২৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তম্মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৫ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।