ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় গেলে বর্তমান প্রশাসনের কেউ চাকরি হারাবেন না, ভিডিও বার্তায় তারিখ জিয়া

অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৩ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মহসমা‌বেশ‌কে সামন‌ে রে‌খে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক জিয়া লন্ডন থে‌কে পাঠা‌নো এক ভি‌ডিও বার্তায় দে‌শের
সকল প্রসাশ‌নিক কর্মকর্তা ও কর্মচারী‌দের উ‌দ্দে‌শ্যে বেশ কিছু দিক নি‌র্দেশনা ও পরামর্শমূলক বার্তা পা‌ঠি‌য়ে‌ছেন।

সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ই‌তিম‌ধ্যে বেশ ভাইরাল হ‌য়ে‌ছে ৪ মিনিট ২৭ সেকেন্ডের ভি‌ডিও বার্তায় তা‌রেক জিয়ার বি‌ভিন্ন দিক‌নি‌র্দেশনা মূলক কথা।

জনাব তা‌রেক রহমান তার ভি‌ডিও বার্তায় র‍্যাব, পুলিশ এবং জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন,
“একজন সচেতন নাগরিক হিসেবে কোন না কোন রাজনৈতিক দলের প্রতি আপনার সমর্থন থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক।
তবে বিএনপি আশা করে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী হিসেবে সে সমর্থন ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোট কেন্দ্র”।

তারেক জিয়া আরও বলেন,
“ভোট কেন্দ্র আপনার উপর রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্বের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণের সঙ্গে দয়া করে নিজেকে জড়িত করবেন না।”

তিনি সরকারের সমালোচনা করে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন,
“আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন, ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন?
আপনার পরিবারের সদস্যগণ কি ভোট দিতে পেরেছেন?
নিরপেক্ষভাবে নির্ভয়ে? পারেনি।”

বিএনপির চলমান আন্দোলনের কারণ উল্লেখ করতে গিয়ে বলেন,
“জনগণের চলমান যে আন্দোলন, এই আন্দোলন আপনি যাতে আপনার নিজের ভোট দিতে পারেন সেই অধিকার আদায়ের আন্দোলন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।
জনগণের চলমান এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয়।”

তারেক জিয়া প্রশাসনে কর্মরত সকলকে সতর্ক করে বলেন, “আপনারা সতর্ক থাকবেন।
জনগণের আন্দোলন সম্পর্কে মাফিয়া সরকার নানা রকম গুজব ছড়িয়ে আপনাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে।
আপনারা মাফিয়া চক্রের ছড়ানো গুজবে কান দেবেন না।
আপনাদের কারোর ভয়ের কোনো কারণ নেই। আপনারা নিজেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার লালসা মেটানোর হাতিয়ারে দয়া করে পরিণত করবেন না।
মনে রাখবেন আপনাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে মাফিয়া চক্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে।”

চলমান আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের হয়রানীর প্রসঙ্গে বলেন, “আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা অযথা আন্দোলনকারী জনগণকে হয়রানি করবেন না।
আন্দোলনকারী জনগণ আপনাদের শত্রু নন। আপনাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী।
কোন দলের কেউ নন আপনারা, কোন দলের নন আপনারা।”

বর্তমান সরকারের নির্দেশে প্রশাসনিক দায়িত্ব পালন করা প্রসঙ্গে তারেক জিয়া প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করে বলেন,
“জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রশাসনের কোনো কর্মকর্তা
কর্মচারী আপনারা কেউ অযথা রাজনৈতিক কারণে বা অন্য কোন প্রতিহিংসামূলক আচরণের শিকার হবেন না।
বরং ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনে আপনাদের কেউ আইন অনুযায়ী কাজ করার কারণে বিপদে যদি পড়েন
কিংবা চাকরি হারালে ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার অবশ্যই আপনাদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।