গরু চুরির ঘটনায় গ্রেফতার হয়ে জেল হাজতে যাওয়ায় ইউনিয়ন যুবলীগের নেতা মো. আলাউদ্দিন ওরফে আলীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আলাউদ্দিন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। তবে তার বহিষ্কারাদেশে লেখা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা।
উপজেলার ১নম্বর মানিকছড়ি ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়ার স্বাক্ষরিত এ পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে বহিষ্কারপত্রে গরু চুরির ঘটনাটি উল্লেখ করা হয়নি।

বহিষ্কারাদেশ ও গোয়ালের ছবি
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, সম্প্রতি মানিকছড়ি উপজেলায় অসংখ্য গরু চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা এ গরু চুরির ঘটনার জন্য মো: আলাউদিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ মো: আলাউদ্দিনের বাড়ির অদুরে নির্জন এলাকায় নির্মিত একটি গোয়াল ঘর থেকে একাধিক গরু উদ্ধার করে ও আলাউদ্দিনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম বলেন, মো. আলাউদ্দিন ওরফে আলী একজন পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।