ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে লাগা আগুন দুপুর পৌনে একটার দিকে নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।’
আগুনের সূত্রপাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।’
যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, অগ্নিকা-ের প্রায় দেড়ঘন্টা পর আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।