ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চার ঘণ্টা আগেই বিএনপির নেতা–কর্মীতে ভরে গেছে দলটির সমাবেশস্থল

অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বেলা দুইটা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা।
তবে সকাল ১০টায় সমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই বিএনপির নেতা–কর্মীতে ভরে গেছে দলটির সমাবেশস্থল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপুলসংখ্যক নেতা–কর্মী গতকাল বৃহস্পতিবার রাতেই সমাবেশস্থলে এসে হাজির হয়েছেন।
তাঁদের মধ্যে অনেকে রাতভর নয়াপল্টনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি।

সরেজমিন দেখা যায়, কাকরাইল মসজিদের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল পর্যন্ত সড়কে বিএনপির নেতা–কর্মীরা অবস্থান নিয়েছেন।

অন্যদিকে মালিবাগ আবুল হোটেল থেকে শুরু করে মালিবাগ, মৌচাক, সেগুনবাগিচা কাঁচাবাজার, বিজয়নগর পানির ট্যাংকসহ
নয়াপল্টনের আশপাশের অলিগলিতে বিপুলসংখ্যক নেতা–কর্মী অবস্থান নিয়েছেন।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে পৃথক মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতা–কর্মীরা।
ঢাকার আশপাশের জেলা–উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকেও মিছিল নিয়ে নেতা–কর্মীরা মহাসমাবেশস্থলে আসছেন।

সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময় সভামঞ্চ থেকে বিভিন্ন প্রতিবাদী সংগীত পরিবেশন করা হয়।

নয়াপল্টনের কার্যালয়ের উল্টোপাশে এক চা–বলেন, গতকাল রাতেই নয়াপল্টনে হাজার হাজার নেতা–কর্মী এসে হাজির হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।