ঢাকাবৃহস্পতিবার , ৬ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চি‌কিৎসার জন্য বেগম খা‌লেদা জিয়া‌কে আজ হয়‌তো লন্ডন নেয়া হ‌তে পা‌রে।

নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২১ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

‌কো‌ভিড-১৯ এ আক্রান্ত বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া‌কে উন্নত চি‌কিৎসা দি‌তে বি‌দে‌শে নেবার জন্য তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার অনুম‌তি চে‌য়ে আবেদন ক‌রে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামা‌লের কা‌ছে। পর্যা‌লোচনার জন্য আসাদুজ্জামান খান কামাল তা পা‌ঠি‌য়ে‌ছেন আইন মন্ত্রনাল‌য়ের কা‌ছে।

সং‌শ্লিষ্ট সূত্র জা‌না‌ গে‌ছে, সরকা‌রের অনুম‌তি পাওয়া গে‌লে কো‌ভিড-১৯ এ আক্রান্ত বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া‌কে উন্নত চি‌কিৎসা দি‌তে আজই (বৃহস্প‌তিবার) নেয়া হ‌তে পা‌রে লন্ড‌নে।

এ‌বিষ‌য়ে বেগম খা‌লেদা জিয়ার সং‌শ্লিষ্ট সূ‌ত্র জা‌নি‌য়ে‌ছে, আজ বৃহস্প‌তিবার (৬ মে) যে‌কোন সময় খা‌লেদা জিয়া‌কে চার্টার্ড বিমা‌নে ক‌রে সিঙ্গাপুর হ‌য়ে নেওয়া হ‌তে পা‌রে লন্ড‌নে। সা‌থে থাক‌বেন তাঁর ব্য‌ক্তিগত চি‌কিৎসক দল ও বেগম খা‌লেদা জিয়ার প‌রিবা‌রের সদস্যরা।

এর আগে বুধবার (৫ মে) রাত ০৮:০০ দি‌কে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বেগম খা‌লেদা জিয়া‌র ছোট ভাই শামীম ইস্কান্দার তার বি‌দেশ যাওয়ার জন্য লি‌খিত আবেদন ক‌রেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।