কোভিড-১৯ এ আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে নেবার জন্য তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার অনুমতি চেয়ে আবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে। পর্যালোচনার জন্য আসাদুজ্জামান খান কামাল তা পাঠিয়েছেন আইন মন্ত্রনালয়ের কাছে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, সরকারের অনুমতি পাওয়া গেলে কোভিড-১৯ এ আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে আজই (বৃহস্পতিবার) নেয়া হতে পারে লন্ডনে।
এবিষয়ে বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৬ মে) যেকোন সময় খালেদা জিয়াকে চার্টার্ড বিমানে করে সিঙ্গাপুর হয়ে নেওয়া হতে পারে লন্ডনে। সাথে থাকবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক দল ও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।
এর আগে বুধবার (৫ মে) রাত ০৮:০০ দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার তার বিদেশ যাওয়ার জন্য লিখিত আবেদন করেন।
