ঢাকা দক্ষিণ ছাত্রদলের নেতা তানভীর আহমেদ রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার মধ্যরাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, আতঙ্ক ও ভয়ের মধ্যে রেখেছে সরকার। সন্ধ্যার সময় দলের কার্যালয়ের সামনে ব্যাপক ধড়পাকড় শুরু করে পুলিশ। দক্ষিণ ছাত্রদলের নেতা তানভীর আহমেদ রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। তবে স্বীকার করছে না পুলিশ। এটা স্বৈরচারের চিরাচরিত অভ্যাস।
বর্তমান সরকার সমালোচনা সহ্য করতে পারে না অভিযোগ করে রিজভী বলেন, রবিনকে মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। সভ্য দেশে এমন হতে পারে না। বিরোধী শক্তিকে নির্মূলের কর্মসূচি গ্রহণ করেছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এমন চলত না।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন একতরফা করতে চান শেখ হাসিনা। নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে চায় না।
তিনি বলেন, নাটক সাজিয়ে বিরোধী দলের তরুণ নেতাদের গ্রেফতার করে বিশ্বকে দেখাচ্ছে বিএনপি সন্ত্রাসী কাজ করে।